১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতাদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

নাগরপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ১১:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৮৪ Time View

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতাদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাষ শাহজানি এম এ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বিএসসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে পশ্চিম ভারড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর তালুকদার এবং সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান মিলে তাদের সহযোগীদের নিয়ে এ হামলা চালিয়েছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি পদে তাদের পছন্দের প্রার্থীর নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ না করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এ ঘটনায় প্রধান শিক্ষক আবুল কাশেম বিএসসি শারীরিকভাবে আহত হন এবং মানসিকভাবে চরম অপমানিত হন। এ ঘটনার পর তিনি নাগরপুর থানায় এবং সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষকদের প্রতি এমন আচরণ শিক্ষার পরিবেশকে নষ্ট করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতাদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

Update Time : ১১:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতাদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

নাগরপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাষ শাহজানি এম এ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বিএসসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে পশ্চিম ভারড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর তালুকদার এবং সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান মিলে তাদের সহযোগীদের নিয়ে এ হামলা চালিয়েছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি পদে তাদের পছন্দের প্রার্থীর নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুপারিশ না করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এ ঘটনায় প্রধান শিক্ষক আবুল কাশেম বিএসসি শারীরিকভাবে আহত হন এবং মানসিকভাবে চরম অপমানিত হন। এ ঘটনার পর তিনি নাগরপুর থানায় এবং সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষকদের প্রতি এমন আচরণ শিক্ষার পরিবেশকে নষ্ট করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।